
কুরবানীর গোশত উপহার প্রদান ২০২৫
কৃতার্থ “রবে”র নিকট।
সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআ’লার। যিনি এরকম একটা মহতী কাজের পরিকল্পনা, উদ্যোগ এবং বাস্তবায়নের সক্ষমতা দান করেছেন আমাদেরকে। ঢাকা সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জননেতা আহসান হাবীবের তত্বাবধানে, জামায়াতে ইসলামী বাংলাদেশ শাহবাগ থানা এবং শাহবাগ মানব কল্যান সংস্থার সহযোগীতায় এই বিরাট কর্যজ্ঞের সফল পরিসমাপ্তি আমরা করতে পেরেছি। সেই জন্য আবারো বলছি আলহামদুলিল্লাহ।
“ভোগে নয় ত্যাগেই সুখ” এই কথার যথার্ত মর্মবাণী উপলব্ধি করতে পেরেছি আমরা । আমাদের একঝাঁক স্বেচ্ছাসেবক দিন- রাত পরিশ্রম করে এই কোরবানি প্রজেক্টের সফল বাস্তবায়ন করেছেন, জননেতা আহসান হাবীবের পক্ষ থেকে তাদেরকে অভিবাদন ও মোবারকবাদ জানাচ্ছি।
আমারা বিশেষভাবে কৃতার্থ, ফুলবাড়িয়া, গুলিস্তান, শাহবাগ, হাইকোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এবং সেগুনবাগিচার সুবিধাবঞ্চিত লোকজনের নিকট যারা কষ্ট করে আমাদের নিকট এসে গোস্ত গ্রহন করে আমাদেরকে কৃতার্থ করেছেন।
নিভৃতচারী কিছু মানুষ এই কাজে আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, মহান মালিকের নিকট তাদের জন্য উত্তম প্রতিদান কামনা করি। মানব জীবনের কোন পরিশ্রমই বিফলে যায়নি, তরুণ জননেতা আহসান হাবীবের এই মানবিক উদ্যোগও বিফলে যাবে না ইনশাআল্লাহ।
আমার স্বপ্ন দেখি একটা সোনালী ভবিষ্যতের, আমরা স্বপ্ন দেখি একটা পরিচ্ছন্ন নগরীর, সর্বপোরি আমার একটা পরিকল্পিত ওয়ার্ডের স্বপ্ন দেখি।
নিশ্চই সকলের সহযোগিতা নিয়ে আমারা একটা পরিচ্ছন্ন নগরী গড়ে তুলবো। যেখানে প্রত্যেকটি নাগরিকের জীবন হবে নিরাপদ। ভালোবাসা ও মায়া-মমতায় গড়ে উঠবে বন্ধন। নগরায়ন ও সবুজায়নে ভরপুর থাকবে পরিবেশ।
এবারের মতো বিদায়, নিরন্তর শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ, সকলকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।