
কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত।
শাহবাগ মানব কল্যান সংস্থার নিয়মিত কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত।
সংস্থার সভাপতি জননেতা আহসান হাবীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরুননবী রায়হানের পরিচালনায় সংস্থার কেন্দ্রীয় অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় আসন্ন ঈদুল আজহার দিনে অসহায় দ্ররিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য সংস্থার পক্ষ থেকে কোরবানি এবং গরু জবাইয়ের ব্যবস্তা করা হবে। ২০ নং ওয়ার্ডের বেশ কয়েকটি স্পটে ঈদের দিন ঈদের নামাজের পরে একযোগে এই পশু কোরবানি এবং জবাইয়ের উদ্যোগ গ্রহন করা হয়েছে। সংস্থার সদস্যবৃন্দ সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন।
কোরবানি এবং জবাইয়ের এই মহতী উদ্যোগে সমাজের বিত্তবান জনগোষ্ঠীকে পশু এবং আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানান সংস্থার সভাপতি জননেতা আহসান হাবীব।
অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি হাজী ওসমান গনী, সহ-সভাপতি সোলায়মান কবির মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ওবায়দুল্লাহ, দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান জুয়েলসহ সংস্থার নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
দোয়াও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা হয়।